পুজিঁবাদের যাঁতাকলে হারাচ্ছি গ্রামবাংলা ও মানবিকতাকে !
ধীরে ধীরে শহুরে সভ্যতার নামে পুর্জিবাদের আগ্রাসনে গ্রাম আর গ্রাম নেই।পুর্জিবাদ গিলে খাচ্ছে গ্রামকে, মানুষের বিবেককে- কঠোর বাস্তবতায় হারিয়ে যাচ্ছে মানুষের মুল্যবোধ – হারাতে বসেছি মানবিকতা। প্রতিদিন ৫০ হাজার মানুষ গৃহহারা হচ্ছে, ধান ক্ষেতের মাঝ খানে আজ পুর্জিবাদের ইটের ভাটার জলন্ত চিমনি – আর সেই ধোঁয়ায় অসুস্থ গ্রাম বাংলার মানুষ- টাকা আয়ের ধাঁন্ধা করছে শহুরে পুর্জিবাদরা, ভুল চিকিৎসায় মারছে মানুষদের । আজ পুর্জিবাদের পেঁষণে, পাখির কল কাকলির পরির্বতে নেমে আসে কল কারখানার দুর্বিষহ শব্দ ও কালো ধোঁয়া।