“সোয়াইন ফ্লু হয় মশার কামড় থেকে” : মমতা বন্দ্যোপাধ্যায়
তবে শুধু সোয়াইন ফ্লু বিতর্ক নয়। কিছুদিন আগে , ভবানীপুরের এক অনুষ্ঠানে শিশু মৃত্যু নিয়ে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ” শিশু মৃত্যু, চাইল্ড ডেথ… মনে রাখবেন একটা বাচ্চা ১,৫০০ কিলোগ্রামের হওয়া উচিত।” এরপরই সেই মন্তব্য়ের প্রেক্ষিতে সোস্যাল মিডিয়ায় ওঠে সমালচনার ঝড়। এবিষয়ে অনেকই কৌতূক করে বলেন, মুখ্যমন্ত্রী মানুষের বাচ্চার কথা বলেছেন তো !
এর আগে বাংলাদেশকে পাকিস্তানের “বর্ডার” বলে ব্যাখ্যা করে একবার প্রবল সমালোচনার মুখে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও নানান সময়ে তাঁর নানা ভাষণের অংশই তৈরি করেছে বিতর্ক। তবে, যেখানে দেশে প্রায় ১০ হাজার সোয়াইন ফ্লু কেসের মধ্যে ৬৭০ জন মানুষ মারা গেছেন, সেরকম এক মারাত্মক মারন রোগ সম্পর্কে কীভাবে এরকম এক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী তা নিয়ে আশ্চর্য হয়েছেন অনেকেই।