বাঙ্গালীর বৈশাখ- প্রাণ আর প্রাণের মিলন মেলা ।
চন্দন সরকার
সূচিএা এক রহস্যময়ী্র নাম-আদরের ডাক হানি। প্রথম দেখাতেই দেখেছি নদীর মতো ছন্দময়, হরিণীর মতো ছুটে চলা এক অপরুপাকে । ৫ মিনিটের মধ্যেই রেডি হয়ে যায় সব কাজে, প্রাণের ঢাকার বৈশাখী মেলায়ও তাই মিনিটের মধ্যে সে তৈরী হয়ে চলে এসেছেন। এবার বৈশাখ নিয়ে এক অন্য রকম ভাবনা ছিল সবার- কেউ কেউ বলছিল এবারের বৈশাখ আগের বছরের মতো হবে না, এই কারন সেই কারন ইত্যাদি ইত্যাদি।পুলিশ আগেই ঘোষনা দিয়ে রেখেছিল ৫টার পর সব কিছু বন্ধ।পুলিশ তাদের কথা রাখছিল – মাইকে বার বার ঘোষনা দিচ্ছিল সবাইকে বেড়িয়ে যেতে।কিন্তু এত লোক কে শুনে কার কথা।
বাড়ি থেকে বের হবার সময় ক্যামেরা নিয়ে বের হয়েছিলাম উদেশ্য কিছু ছবি তুলবো- পেপারে লেখা দেবার জন্য।অনেক দিকে চোখ কিছুক্ষন বাদেই পরেই চোখ আটকে গেল, শুনলাম কিছু রাজহংসীদের কোলাহল আর চোখ আটকে গেল তাদের মধ্যমণি লাস্যময়ী মেয়েটির উপর নাম সূচিএা। ভাবছিলাম একটা ছবি যদি নেওয়া যেত এই সুন্দরীর অনেক ভালো হতো।মেয়েদের সৌন্দর্য অবশ্যই অপরুপ সৃষ্টি তবে তার সাথে যদি মায়াবী যাদু মিশানো থাকে সে হয়ে উঠে অপরুপা, অনন্যা যা হৃদয়ে স্থান করে নেয় পাকা পোক্তভাবে-সুচিএাকে আমার কাছে তাই মনে হয়েছিল এবং সে সত্যি কার অর্থেই সব গুনের মিশ্রণে গুনাণিতা এক অপরুপা মোহনীয়া নারী ।