“সোয়াইন ফ্লু হয় মশার কামড় থেকে” : মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৯ ফেব্রুয়ারি : রাজনৈতিক ডামাডোলে সব সময়ই থাকেন তিনি। বহুক্ষেত্রে বিতর্কিত মন্তব্যে সমালোচিতও হয়েছেন। আর এবার সোয়াইন ফ্লু নিয়ে বিতর্কিত মন্তব্য করে ফের একবার কৌতূক সমালোচনার কেন্দ্রে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “সোয়াইন ফ্লু বেশিরভাগ ক্ষেত্রে মশার কামড় থেকে হয়”। আর এরপরই সোয়াইন ফ্লু -এর মতো মারক রোগ সম্পর্কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ধারণার বিষয়ে উঠতে থাকে প্রশ্ন।

সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, সোয়াইন ফ্লু মোকাবিলায় রাজ্য়ের চিকিৎসাকেন্দ্র গুলিতে আলাদা আলাদা বিছানার ব্যবস্থা করা হয়েছে। রোগ ছড়িয়ে পড়ার ব্যাপারে বললে বলা যায়, আজকাল মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন। আর এই রোগ বেশিরভাগ ক্ষেত্রেই মশার কামড় থেকে হয় । এছাড়াও রোগের নেপথ্যে রয়েছে আরও নানান কারণ। তিনি এও জানান যে, তাঁর পক্ষে সম্ভব নয় এরকম রোগ সারিয়ে ফেলা। তবে একে সারিয়ে তোলা আমাদের মানবিক কর্তব্য বলেও এদিন দাবি করেন মুখ্যমন্ত্রী।

Continued…

Share

Compare