ভুমিদস্যু এস পি’র বিরুদ্ধে  সংবাদ সম্মেলন করায় মানবাধিকার সংগঠক গ্রেফতার!

বিনয় মল্লিক জানান, যে ছেলে ধূমপান পর্যন্ত করে না তাকে মাদকসহ আটক দেখিয়ে ফাঁসানো হয়েছে যশোরের এসপির ষড়যন্ত্রে। ক্ষমতার অপব্যবহারকারী এসপি আনিসুর রহমানকে মহাদুর্নীতিবাজ অ্যাখ্যা দিয়ে তাকে বরখাস্ত ও তার দুর্নীতির বিচার দাবি করেন মানবাধিকার সংগঠক বিনয় কৃষ্ণ মল্লিক। সংবাদ সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন রাইটস যশোরের সহ-সভাপতি অ্যাডভোকেট মাসুমা আক্তার, সদস্য মিজানুর রহমান।

অভিযোগের বিষয়ে পুলিশ সুপার আনিসুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, জমি নিয়ে পুলিশের সঙ্গে বিনয় কৃষ্ণ মল্লিকের একটি মামলা বিচারাধীন। এ নিয়ে তিনি একাধিকবার সংবাদ সম্মেলন করলেন। দুদকসহ বিভিন্ন দফতরে তিনি আমার বিরুদ্ধে দরখাস্তও করেছেন। তবে বিনয় কৃষ্ণ মল্লিকের ছেলে সবুজ মল্লিককে আটকের বিষয়ে তার কোনো ভূমিকা নেই বলেও দাবি করেন এসপি।

অন্যদিকে সোমবার রাতে বিনয় কৃষ্ণের আটকের বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান, তার নামে নরসিংদী থানায় প্রতারণা মামলা রয়েছে। তাই তাকে আটক করা হয়েছে।ইত্তেফাক সহ বিভিন্ন গন মাধ্যমে প্রচারিত হচ্ছে এবং তাকে মুক্তির দাবী জানিয়ে জানিয়েছেন।

Prof Chandan Sarkar

Disclaimer: The facts and opinions expressed within this article are the personal opinions of the author. www.HinduAbhiyan.com does not assume any responsibility or liability for the accuracy, completeness, suitability, or validity of any information in this article. Subjected to Delhi Jurisdiction only.

Share

Compare