ভুমিদস্যু এস পি’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন করায় মানবাধিকার সংগঠক গ্রেফতার!
সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে (ছবিতে মল্লিক বাবু) এমন দাবি করেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত মানবাধিকার সংগঠক বিনয় কৃষ্ণ মল্লিক। তিনি বলেন, এসপির নেতৃত্বে পুলিশের দখলদারিত্বের প্রতিবাদ করায় তার পরিবার নির্যাতনের শিকার হচ্ছেন। সর্বশেষ নিপীড়নের শিকার হলো তার ছেলে সবুজ মল্লিক। এর আগে তাকে ‘মানব পাচারকারী’ হিসেবে থানায় ছবি ঝুলানো এবং তার ছেলের নামে বোমা হামলা মামলা দেওয়া হয়।
লিখিত বক্তব্যে বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, শহরের গাড়িখানা রোডে সরকারের কাছ থেকে এপি ২০/৭২ খাসজমি বরাদ্দ নিয়ে প্রায় শত বছর ধরে বসবাস ও ব্যবসা করছিল ৪০টি পরিবার। গতবছর পুলিশ গায়ের জোরে অস্ত্রের মুখে তাদের উচ্ছেদ করে ওই জমি দখল করে। মানবাধিকার কর্মী হিসেবে পুলিশের এ দখলদারিত্বের প্রতিবাদ করায় আমাকে শায়েস্তা করতে মাঠে নামে মহাদুর্নীতিবাজ এসপি। এরই অংশ হিসেবে সর্বশেষ সবুজকে ফেনসিডিল মামলায় ফাঁসানো হয়েছে।
বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, ৯ মার্চ রাত ৮টার দিকে সবুজ যশোর শহরের গাড়িখানা রোডের মোবাইল ফোনের ফ্লেক্সিলোড ও বিকাশের নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিল। দোকানের অদূরে ন্যাশনাল ব্যাংকের সামনে পৌঁছালে সাদা পোশাকের পুলিশ তাকে চোখ ও হাত বেঁধে গাড়িতে করে নিয়ে যায়। এ সময় সবুজের ব্যবহৃত মোবাইল ফোন (০১৭৫৪৭৩৯৬২৯) ছিনিয়ে নিয়ে বন্ধ করে দেয়া হয়।
ঘটনার দিন রাত ৮টা ১৫ মিনিট ৩৮ সেকেন্ডে যশোর শহরের ম্যাগপাই টাওয়ারের অধীনে নাম্বারটি বন্ধ করা হয়। যা কল লিস্ট তুলে জানতে পারি। এর পরদিন খুলনার ফুলতলা থানা থেকে পরিবারকে জানানো হয় সেখানে ফেনসিডিলসহ সবুজকে আটক করা হয়েছে।