ভুমিদস্যু এস পি’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন করায় মানবাধিকার সংগঠক গ্রেফতার!
এসপির বিরুদ্ধে সংবাদ সম্মেলনের ৭ ঘন্টা পর মানবাধিকার সংগঠন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিককে নিজ বাড়ি থেকে আটক করেছে পুলিশ। নরসিংদী থানার একটি প্রতারণা মামলায় সোমবার রাত সাড়ে ৭টার দিকে শহরের ঘোপ এলাকার বাসা থেকে তাকে আটক করা হয়।
এর আগে বিনয় কৃষ্ণ বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের নিপীড়ন-নির্যাতনের শিকার নিয়ে সংবাদ সম্মেলন করেন। ৯ মার্চ তার ছেলে সবুজ মল্লিককে ফেনসিডিল দিয়ে ফাঁসানোর ঘটনায় সংবাদ সম্মেলন করেন তিনি। সেখানে যশোরের পুলিশ সুপারের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বিনয় কৃষ্ণ মল্লিক।এরপরই তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেন ছোট ছেলে শ্যামল কৃষ্ণ মল্লিক।
এ ঘটনায় যশোর প্রেসক্লাবে তৎক্ষণিক বৈঠকে বসেছেন জেলার কর্মরত সাংবাদিকরা। বৈঠকে অবিলম্বে বিনয় কৃষ্ণ মল্লিকের মুক্তি দাবি করা হয়। অন্যথায় মঙ্গলবার বেলা ১১টায় যশোরের সর্বস্তরের সাংবাদিকদের সভা থেকে কঠোর কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত হয়।প্রসঙ্গত, বিনয় কৃষ্ণ মল্লিক যশোর প্রেসক্লাবে সদস্য। তিনি দৈনিক টেলিগ্রাম পত্রিকার সম্পাদক।
সোমবার ওই সংবাদ সম্মেলনে ‘বাবার সঙ্গে বিরোধ, তাই ফেনসিডিল দিয়ে পুলিশ ফাঁসিয়ে দিয়েছে ছেলেকে’ এমন অভিযোগ করেন যশোরের মানবাধিকার সংগঠক রাইটস যশোর’র নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক। যশোরের পুলিশ সুপার আনিসুর রহমানের নির্দেশে সাদা পোশাকের পুলিশ বিনয় কৃষ্ণ মল্লিকের ছেলে সবুজ মল্লিককে যশোর শহরের গাড়িখানার ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে ৯ মার্চ তুলে নিয়ে যায়। এরপর ৫০ বোতল ফেনসিডিল দিয়ে খুলনার ফুলতলা থানার টহল পুলিশের হাতে তুলে দেয়।