মানবাধিকারকর্মী গ্রেফতার: যশোরে কর্মসূচি বয়কট করার আহবান সাংবাদিকদের
মঙ্গলবার প্রেসক্লাব যশোরের যৌথ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মনোতোষ বসু। সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ফখরে আলম, রুকনউদ্দৌলাহ, প্রেসক্লাবের সহ-সভাপতি আনোয়ারুল কবীর নান্টু, সাবেক সভাপতি ফকির শওকত, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাবের সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যুগ্ম সম্পাদক এইচআর তুহিন, জুয়েল মৃধা, দপ্তর সম্পাদক তৌহিদ জামান, সদস্য আমিনুর রহমান মামুন, যশোর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি প্রদীপ ঘোষ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি নূর ইসলাম, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান মুনির, সাংবাদিক শিকদার খালিদ, সরোয়ার হোসেন প্রমুখ।
উল্লেখ্য, সোমবার বেলা ১১টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে পুলিশ সুপারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন প্রেসক্লাব যশোরের সাবেক সহ-সভাপতি রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক। সম্মেলনে তিনি যশোরের পুলিশ সুপার আনিসুর রহমানের দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারের চিত্র তুলে ধরে তার বরখাস্ত ও বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। এরপর সন্ধ্যায় বাড়ি থেকে সাদা পোশাকে পুলিশ তাকে আটক করে। প্রথমে বিনয় কৃষ্ণ মল্লিককে আটকের কথা অস্বীকার করলেও পরে নরসিংদীতে একটি প্রতারণার মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ।