বিদ্বেষমূলক ফেসবুক পোস্টের জন্য বাংলেদেশের আইনজীবী ড. তুহিন মালিকের বিরুদ্ধে মামলা ।
জাস্টিস ফর হিন্দুস JUSTICE FOR HINDUS (USA) এর বাংলাদেশের কান্ট্রি চেয়ার পিনাকী দাস বাদী হয়ে রোববার (৩০এপ্রিল) ঢাকা ডিএমপির গেন্ডারিয়া থানায় তুহিন মালিকের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) আইন ২০১৩ এর ৫৭ ধারার এ মামলাটি দায়ের করেন। বাদী পিনাকী দাস মামলায় অভিযোগ করেছেন, গত ১৬ মার্চ রাতে তুহিন মালিকের ফেসবুক পেজে সনাতন তথা হিন্দু ধর্মের ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রার উৎপত্তি/উৎস/ইতিহাস সম্পর্কে ভিত্তিহীন, মনগড়া, কুরুচিপূর্ণ উস্কানীমূলক ও অলিক কল্পনা প্রসুত একটি পোষ্ট দেখতে পান। তুহিন মালিকের নিজের দেয়া পোস্টটিতে হোলি বা দোল যাত্রার ইতিহাস নিয়ে ভগবান শ্রী কৃষ্ণ ও দেবি রাধাকে নিয়ে মিথ্যা কাহীনি লেখা হয়। হিন্দুদের ধর্মীয় বিশ্বাস ও ধর্মানুভুতিতে আঘাতের পাশাপাশি বিদ্বেষমূলক এবং সাম্প্রদায়িক উস্কানি ছড়ানো হয় ওই পোস্টের লেখায়। প্রসঙ্গত, আইনজীবী ড. তুহিন মালিক এর আগেও হিন্দু ধর্ম নিয়ে সাম্প্রদায়িক মন্তব্য করে বিতর্ক ও বিদ্বেষ সৃষ্টি করেছেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি ফেসবুকে তুহিন মালিকের করা দোল উৎসব নিয়ে সাম্প্রদায়িক ওই পোস্টটির লেখা বাদী পিনাকী দাস মামলাটিতে পরিস্কার ভাবেই উল্লেখ করেছেন।তবে সাম্প্রদায়িক স্পর্সকতর হওয়ায় এ সংবাদে তা উল্লেখ করা হয়নি। এদিকে মামলার বাদী পিনাকী দাস ঝালকাঠি শহরের পশ্চিম চাঁদকাঠী এলাকার মুক্তিযোদ্ধা দম্পতি পার্থ সারথি দাস ও রমা দাসের ছেলে। পিনাকী দাস ঝালকাঠি সময়কে বলেন, বিষয়টি আমার ধর্মীয় অনুভুতিতে আঘাত করেছে। সাম্প্রদায়িক ও মৌলবাদ লালনকারী এই মিথ্যাচারী তুহিনের যথাযথ বিচার দেখতে চাই আমি, বলেন পিনাকী দাস।