বাঙ্গালীর বৈশাখ- প্রাণ আর প্রাণের মিলন মেলা ।

সূচিএা যে কিনা আমার কাছে এক আলাদা আবেদনময়ী।একটু ঘোরার পর বুঝলাম আগের বছর এবারের বছর বলে কিছু নেই- মানুষের এক বাঁধ ভাজ্ঞা উচ্ছাস পুরো রমনা-ঢাকা বিশ্ববিদ্যালয় লোকে লোকারণ্য। মানুষ নিজে সেজেছে- নববর্ষকে সাজাতে চাচ্ছে এক নতুন রুপে।

ভুপেণ হাজারিকার রেশমের তাজের বদলে মাথায় ফুলের তাজ দিয়ে স্মভাষন করছে প্রকৃতিকে। দুরু দুরু বক্ষে জিজ্ঞাসা করলাম ‘একটা ছবি নিতে পারি’? দুহাত সামান্য একটু উঠিয়ে সপ্রতিভু মহিমায় কোন জড়তা না নিয়েই মোনালিসার হাসি উপহার দিয়ে বললেন অবশ্যই। আজ বৈশাখ সবার প্রাণের উৎসব বাঙ্গালীর মিলন মেলার উৎসব বলেই অকৃক্রিম হাসি- মনে হচ্ছিল প্রাণের দাবীটাকে মিটাতেই আমাকে দুই হাতের মাধ্যমে সাদর           স্বীকারোক্তি, এটা অন্তত আমার কাছে বড় পাওয়া, মনে হচ্ছিল আমি একটা বায়না ধরেছি – তার এটা নেবই/খাবই- বুঝতে পেরেই কিনা জানিনা-পুর্ণ করে দিলেন সব কিছু ছড়িয়ে, যার দাম কোন কিছু বিনিময়ে হয়না, হবে না।তবে বায়নাটা আমি করেই যাব এবং আমি জানি ‘হানি’ পুরণ করতে এগিয়ে আসবে। যাইহোক এক সুন্দর ভুবণভোলানো হাসি দিয়ে স্বীকার করলেন দাবী পুরনের- তার হাসি তাকে আরও মোহনীয় করে তুলছিল এক অপরুপ স্নিগ্ধতায়।

তার কাছ থেকে শুনলাম বৈশাখের অনেক অজানা কথা।

বৈশাখ বাঙালির প্রাণ-সঞ্জীবনী সুধা-একটি লোকজ উৎসব। বাঙালির ঐতিহ্য ও লোক-সংস্কৃতির অন্যতম অঙ্গ। এ উৎসব সর্বজনীনতায় ও স্বমহিমায় উদ্ভাসিত। শিকড়ের গন্ধমাখা কৃষ্টি। বাঙালির আত্মপরিচয়ের আয়না। আমাদের আশাজাগানিয়া দিন। তাই আমরা এ দিনটিতে পুরনোর জীর্ণতা, গ্লানি-ভেদ ভুলে নতুনকে আহ্বান করি। নব-আনন্দে মেতে উঠি। বেজে ওঠে নতুনের ঢাক, আমরা ফিরে পাই নতুনের বাঁক। পুরনো বছরের ব্যর্থতা ও গ্লানি ভুলে আমরা নতুন করে স্বপ্ন দেখি। উৎসবে উৎসবে মুখরিত করে তুলি এ দিনটিকে। বরণ করে নিই বাংলা নববর্ষকে। আনন্দে ও উচ্ছ্বাসে।এ উৎসব ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক চেতনার ধারক। ‘জাগো নব-আনন্দে’এ সুর-মূর্ছনায় বাঙালির চিরায়ত ঐতিহ্য যুগ যুগ ধরে ধারণ করে আছে পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ। তাই বাংলা নববর্ষকে স্বাগত জানাতে বাঙালি মেতে ওঠে নবরাগে, নব-আনন্দে। শহর-গ্রাম সর্বত্রই এদিন ভালোবাসার ছোঁয়ায় মন রাঙায় আবালবৃদ্ধবনিতা। যৌবনের তপ্ত আবেগ বৈশাখের আমন্ত্রণে ভিজে সিক্ত হয়। বৈশাখ মাসের অর্থাৎ বাংলা বছরের শুরুর দিনটি অনেকের কাছেই নানা তাৎপর্য বহন করে। স্মৃতিময় হয়ে থাকে ফেলে আসা বছরের ফেলে আসা দিনগুলো। রঙে রঙে স্বপ্নিল হয় আগত বছরের আশা ও আকাঙ্ক্ষা অনাবিল সুখ ও সমৃদ্ধির প্রত্যাশায়। তাই আবহমান বাংলার আত্মার আত্মীয় হয়ে আছে পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ। এদিনে প্রতিটি বাঙালির ঘরে ঘরে তাই উৎসবের আমেজ।

Prof Chandan Sarkar

Disclaimer: The facts and opinions expressed within this article are the personal opinions of the author. www.HinduAbhiyan.com does not assume any responsibility or liability for the accuracy, completeness, suitability, or validity of any information in this article. Subjected to Delhi Jurisdiction only.

Share

Compare