পুজিঁবাদের যাঁতাকলে হারাচ্ছি গ্রামবাংলা ও মানবিকতাকে !
আমরা চাই একদল সুন্দর মনের হিংসাহীন, বিবাদ হীন একদল যুবক ভাই, বোন – এরাই আজ মানুষের (হিন্দু, মুসলিমের) আশা ভরসা, এরাই পতিত মানুষদের -হিন্দুদের উদ্ধার করতে পারবে। পরপকার করাটাই ধর্ম, পরপীড়নটাই অধর্ম , নিজের শক্তিতে বলিয়ান ও সাহসিকতাই ধর্ম। নিজে বড়, অপরকে ছোট করার মধ্যে কোন কৃত্তিত্ব নেই। অপরকে ভালবাসাই ধর্ম । দুঃখজনক হলেও সত্যি বাঙলীদের ( হিন্দু, মুসলিমদের) ক্ষতি আমরাই করি এবং প্রাক ঐতিসাসিক থেকে করে এসেছি। নিজের ভাইয়ের ক্ষতি আমরাই করি । আমরা বলতে পারিনা আমরা এক। আমরা সামান্য শ্বার্থ নিয়ে মারা মারি করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত না হিন্দু ছাএ তার চেয়ে বেশী সংগঠন। দূভাগ্য আমাদের। বাংলাদেশের এমন কোন মম্দির, মসজিত নেই যেখানে কমিটি নিয়ে মারামারি নেই। কিন্তু মন্দির পুঁড়ছে নেভানোর লোক নেই।
লেখকঃ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রাবন্ধিক ও চেয়ারম্যান-REO